google-site-verification=51uzqhKjkRJkdh4qQ3W3-vL90c486D7f6yMz0I2Qtms নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধ নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধ – সমৃদ্ধ মিরসরাই সারাদিন
  1. admin@samriddomirsaraisaradin.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণে কমিটি, নিতে হবে ট্রাভেল পাস রাশিয়ায় এবার যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্র ছুড়লো ইউক্রেন একাত্তরের অপরাধ প্রমাণ হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াত জুলাই-আগস্টে হত্যা: সাবেক অতিরিক্ত অ্যাটর্নি মেহেদীর জামিন স্থগিত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা এক যুগ পর আজ সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও যুক্তরাষ্ট্রের ভেটো ব্রিটিশ সংসদে বর্ণবাদ ও যৌন নিগ্রহ নিয়ে সরব বাঙালি এমপি রূপা শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জুলাই-আগস্ট বিপ্লব ও বাংলাদেশ সেনাবাহিনী

নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৪৫ বার পঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আল্টিমেটামের নির্ধারিত ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন সিন্ধান্ত গ্রহণ করে। শুক্রবার (৯ আগস্ট) এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আনিসুজ্জামানসহ প্রশাসনের ৯ কর্মকর্তা পদত্যাগ করেছেন। অন্য কর্মকর্তারা হলেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক বিপ্লব মল্লিক, ভাষাশহীদ আবদুস সালাম হলের প্রাধ্যক্ষ কাউসার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের প্রাধ্যক্ষ রুহুল আমিন, হজরত বিবি খাদিজা হলের প্রাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অবন্তী বড়ুয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ মুহাম্মদ মহিনুজ্জামান, আইকিউএসির পরিচালক অধ্যাপক ফিরোজ আহমেদ ও অতিরিক্ত পরিচালক মোহাইমেনুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. জসীম উদ্দিন পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানান, পদত্যাগপত্র গ্রহণ করে বিষয়টি উপাচার্যকে জানানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তা এবং প্রাধ্যক্ষদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ দাবি করে বিবৃতি দেন। অপরদিকে, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই ক্যাটগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ সমৃদ্ধ মিরসরাই সারাদিন
Theme Customized By Shakil IT Park